সহযোগিতা


আপনার যে কোন প্রশ্নের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন

ফেসবুক

ফেসবুক পেজ

লাইভ সাপোর্টের জন্য আমাদের ফেসবুক মেসেঞ্জারে বার্তা দিন

সাধারণ প্রশ্ন এবং উত্তর


  • এই প্ল্যাটফর্মটি কী ধরনের?

    +

    এটি একটি ওয়েব-ভিত্তিক কুইজ গেমিং প্ল্যাটফর্ম অ্যাপ যা আপনাকে বিভিন্ন সেবা ও সুবিধা প্রদান করবে। আমাদের লক্ষ্য হলো ব্যবহারকারীদের জন্য সহজ ও সুবিধাজনক একটি প্ল্যাটফর্ম তৈরি করা।

  • কুইজে কিভাবে অংশগ্রহণ করবো?

    +

    আপনার রবি অথবা এয়ারটেল নাম্বার থেকে সাবস্ক্রাইব করে কুইজে অংশগ্রহণ করতে হবে

  • কুইজে মোট কয়টি প্রশ্নের উত্তর করতে হবে?

    +

    প্রতি টপিকে প্রত্যেক ইউজার মোট ১০০ সেকেন্ড করে পাবেন। এর মধ্যে সর্বোচ্চ যতগুলি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব দিতে পারবেন |

  • প্রত্যেকটি সঠিক প্রশ্নের উত্তরের জন্যে কত স্কোর করে পাবেন?

    +

    প্রত্যেকটি সঠিক প্রশ্নের উত্তরের জন্যে ইউজাররা এক স্কোর করে পাবেন।

  • কুইজে প্রশ্নোত্তরের জন্যে কত মিনিট সময় দেয়া হবে?

    +

    প্রতি টপিকে প্রত্যেক ইউজার মোট ১০০ সেকেন্ড করে পাবেন | এর মধ্যে সর্বোচ্চ যতগুলি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব দিতে পারবেন |

  • কুইজে একজন ইউজার কতবার অংশগ্রহণ করতে পারবেন?

    +

    এন্ট্রি ফি সমপরিমাণ ব্যালেন্স থাকলে যত খুশি ততবার খেলতে পারবেন | একটি সঠিক উত্তরের জন্য এক স্কোর এই হিসেবে যত বেশি স্কোর করতে পারবেন ততই লিডারবোর্ডের রেংকিং এ আপনি উপরে থাকবেন |

  • বিজয়ী কিভাবে নির্ধারণ করা হবে?

    +

    সর্বাধিক স্কোর অর্জনের ক্রম অনুসারে বিজয়ীদের তালিকা নির্ধারণ করা হবে। দৈনিক, সাপ্তাহিক এবং সমন্বিত লিডারবোর্ডে সেই অনুসারে ইউসারদের তালিকা থাকবে | প্রত্যেকটি সঠিক প্রশ্নের উত্তরের জন্যে ইউজাররা এক স্কোর করে পাবেন। যত কম সময়ে বেশি উত্তর দিতে পারবেন ততই লিডারবোর্ডে আপনি উপরে থাকবেন |

  • বিজয়ী ঘোষণা করার কত দিনের মধ্যে পুরষ্কার প্রদান করা হবে?

    +

    সাপ্তাহিক ও মাসিক কুইজে বিজয়ী ঘোষণা করার ৩ সপ্তাহের মধ্যে পুরষ্কার প্রদান করা হবে। গ্র্যান্ড কুইজে সর্বোচ্চ ৯ মাসের মধ্যে প্রসেস করা হয় |

  • পুরষ্কার কিভাবে গ্রহণ করতে হবে?

    +

    পুরষ্কার গ্রহণের জন্যে বিজয়ীদের NID এর কপি প্রদান করে পুরষ্কার গ্রহণ করতে হবে।

  • কিভাবে কয়েন কিনবো?

    +

    কয়েন কিনুন অপশনে গিয়ে আপনার পছন্দ অনুযায়ী প্যাকেজ কিনতে পারবেন |

  • সর্বোচ্চ কতবার কয়েন কিনতে পারবো?

    +

    যত খুশি ততবার |

  • আমি কিভাবে মোটরবাইক জিততে পারি?

    +

    মোটরবাইক জিততে ইউজারকে টানা ১৫০ দিন খেলতে হবে এবং প্রতিদিন লিডারবোর্ডে প্রথম স্থানে থাকতে হবে

  • সারপ্রাইজ কুইজ কি?

    +

    সারপ্রাইজ কুইজের প্রাইজ ফুল আমরা উল্লেখ করি না | বিজয়ীদেরকে আমাদের পক্ষ থেকে সারপ্রাইজ গিফট পাঠিয়ে দেওয়া হবে, টুর্নামেন্ট শেষ হওয়ার তিন সপ্তাহের মধ্যে

  • ফ্রড চেক কখন করা হয় ?

    +

    প্রতিটি টুর্নামেন্ট শেষে ম্যানুয়ালি ফ্রড চেক করা হয় | ভবিষ্যতে এটিকে আমরা অটোমেট করব |

  • টুর্নামেন্টসের তারিখ কখন পরিবর্তন করা হয়?

    +

    যদি কোন টুর্নামেন্টে নির্দিষ্ট সংখ্যক অংশগ্রহণকারী না থাকে সে ক্ষেত্রে আমরা টুর্নামেন্টের তারিখ পরিবর্তন করে থাকি | খেলার শর্তের সাথে যদি তারিখের কোন সম্পর্ক থাকে সেই অনুযায়ী তারিখ পরিবর্তিত হয়ে থাকে | তবে কোনো ক্ষেত্রেই ১৮০ দিনের বেশি তারিখ পরিবর্তন করা হয় না |

  • স্কোর বা রিকোয়েস্ট সাবমিট হচ্ছে না কেন?

    +

    আপনার ইন্টারনেট অথবা ডিভাইসে ইস্যু থাকলে স্কোর ও রিকোয়েস্ট সাবমিট হবে না | সেক্ষেত্রে আপনাকে আপনার ডিভাইস ও ইন্টারনেট চেক করে সচল করতে হবে | রিকোয়েস্ট বা স্কোর না পেলে আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে না |